কক্সবাজারের টেকনাফে সড়কের পাশে থাকা বয়োজ্যেষ্ঠ একটি গাছ হঠাৎ করে ভেঙে পড়ে প্রাণে মারা গেছে এক যুবক। ২৫ এপ্রিল (শুক্রবার) বিকেলে টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের অন্তর্গত নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তি হচ্ছে-সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ধইল্ল্যা মিয়া (৪০)। সে নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাহারাদার ছিলেন। উক্ত বিদ্যালয়ের পাশেই তার বসতবাড়ি।
ঘটে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবরাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার আবুল ফয়েজ জানান, নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে বয়োজ্যেষ্ঠ একটি আম গাছ ছিল। সেই আম গাছটি হঠাৎ করে দুমড়ে মুচড়ে পড়ে যায়।
এসময় গাছটির নিচে দুই জন লোক বসা ছিল। দৌড়ে গিয়ে একজন প্রানে রক্ষা পেলেও ধইল্ল্যা নামে এক যুবক গাছের ডালের নিচে পড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।
এরপর স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে তার পরিবারসহ অত্র এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।