মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামী পৌর আওয়ামীলীগ নেতা নান্নু গ্রেফতার

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪০ এএম
মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামী পৌর আওয়ামীলীগ নেতা নান্নু গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম নেতৃত্ব দানকারী মনির হোসেন নান্নু (৫২) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ডিবজল হত্যা মামলার আসামী মনির হোসেন নান্নুকে গোপনে সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে শহর এর কাচারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে আনা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ডিবজল হত্যার পরে শেফালী বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার এজহার নামীয় ১৫নং মামলার আসামী মনির হোসেন নান্নু (৫২)। পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব দে জানান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন নান্নুকে শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মমালা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে