লালপুরে জামায়াতের গণসংযোগ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:৪০ পিএম
লালপুরে জামায়াতের গণসংযোগ

নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ করা হয়েছে । সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই দাওয়াতী অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৬ এপ্রিল) সকাল দশটা থেকে রামকৃষ্ণপুর চিনি বটতলা থেকে শুরু হয়ে কসাই পাড়া, গুড়পট্টি, কাউন্সিলের মোড়, মাইক্রো স্ট্যান্ড, থানা গেট, হাসপাতাল গেট ও লালপুর বাজারে গণসংযোগ করেন উপজেলা জামায়াতের আমির  মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় তিনি সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সদর ইউনিয়ন আমির কামারুজ্জামান চঞ্চল, সেক্রেটারি মাহাতাব আলী, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আবু সাঈদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে