কালিগঞ্জে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৭:১১ এএম
কালিগঞ্জে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মথুরেশপুর ইউনিয়নের রায়পুরে অবস্থিত ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়। উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মতিউর রহমান, সমাজসেবক শাহাবুদ্দিন ছোট, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, ফাউন্ডেশন এর সহ সভাপতি ফজলু মল্লিক, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুর সরদার, হাজী মোকছেদ আলী, মোস্তফা কারিকর, আলিম কারিকর, আবুল হোসেন, আজিজুল হালদার প্রমুখ। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী বাবলু হোসেন, সাধারণ সম্পাদক মজনু মল্লিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ ও প্রধান উপদেষ্টা হালিম সরদার প্রমুখ। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরণের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে