জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া(১৭) আত্নহত্যা করেছেন। শনিবার রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকে ৬নং রোডে ভাড়া বাসায় তাকে গলায় ফাসঁরত ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুঠোফোনে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেন শহীদ জসিমের চাচাতো ভাই কালাম হাওলাদার।
লামিয়ার দাদা সোবাহান হাওলাদার জানান,গতকাল সকালে লামিয়ার সাথে সকালে কথা হয়, আমি ওকে ওর বাবা জুলাই আন্দোলনে শহীদ হওয়ায় জন্য সরকারীভাবে সাহায্য দেয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার যাওয়ার জন্য বলি।এ সময় লামিয়া জানায় তার মা তাকে ঢাকায় নিয়ে গেছে। আগামীকাল রবিবার ও পটুয়াখালীতে আসবে বলে ও আমাকে জানায়। এদিকে আজ রাতে আমার ভাইর ছেলে কালাম হাওলাদার ফোনে এই দূর্ঘটনার কথা জানান।
উল্লেখ্য, গত ১৮ই মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষনের শিকার হন। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামীদের বিরদ্ধে মামলাও দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামী সাকিব ও সিফাত কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
এদিকে পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার তালুকদারের লাশ রহস্যজনক ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।