রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকরে আত্মহত্যা

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:০১ পিএম
রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকরে আত্মহত্যা

রামু উপজেলা কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উখিয়ারঘোনা বড়ুয়া পাড়ার মিথুন বড়ুয়ার ছেলে নয়ন নামের এক বড়ুয়া যুবক নিজে গলায় ফাঁস আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। উখিয়ারঘোনা জ্যৌতবন বুদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ইমন বড়ুয়া এমন তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, নয়ন বড়ুয়া রাত ৩ ঘটিকা পর্যন্ত সজাগ ছিলেন। বাড়িতে নয়ন বড়ুয়ার ছোট বোন ছিল। তবে পরিবারের অন্যান্য সদস্য বাড়িতে ছিলেন না। ভোরে ঝুলন্ত অবস্থায় নয়ন বড়ুয়ার মরদেহ নিজের রুমে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।  রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে