আমার দেশ সম্পাদক ও প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সহ পত্রিকা টি সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আমার দেশ পাঠক মেলায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তাগাছা পৌরসভার সাবেক প্রথম প্যানেল মেয়র, সৈয়দ সাহেদ সারোয়ার উজ্জল, নাট্যকার ইকরামুল হক সুজন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবজীবন প্রতিনিধি সিরাজুল হক সরকার, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ ফেরদৌস আলম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি তাজুল ইসলাম, দিনকাল প্রতিনিধি ফেরদৌস তাজ, সাংবাদিক রিপন সারোয়ার, বাবলু আকন্দ, হোসাইন আহম্মেদ সূলভ, উবাইদুল্লা, রওশনারা কাজল প্রমুখ। মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলায় প্রত্যাহার ও মেঘনা গ্রুপের মালিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।