মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম শনিবার দিবাগত রাত ১২টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি তিন স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। রোববার দুপুরে টাঙ্গাইল শহরের পাড় দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর হক ওরফে মোহনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।