বকশীগঞ্জে নিজ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:৫২ পিএম
বকশীগঞ্জে নিজ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে আকরাম হোসেন (৫৫) নামে  এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  ওই কৃষকের নাম আকরাম হোসেন । সে সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামের বাচ্চু আকন্দের ছেলে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিজ ঘর থেকে বকশীগঞ্জ থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন আকরাম হোসেন। সকালে তিনি দরজা না খুললে বাড়ির লোকজন ঘরের ভেতর প্রবেশ করে তার মরদেহ দেখতে পান। 

স্থানীয়দের ধারণা তিনি মানসিক রোগী হওয়ায় বিষপানে আত্মহত্যা করতে পারেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু বিষপানে হয়েছে কিনা তা ময়না তদন্তের পর বলা যাবে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে