গতকাল সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সড়ক ও জনপদ বিভাগ। এত মহাসড়কের পাশে ফুটপাতসহ রাস্তাগুলো দিয়ে সাধারন পথচারীদের নির্বিঘ্নে চলাচলে পথ সুগম হবে।
নির্বাহী ম্যাজিস্ট্যাট ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মামুন জানান, হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানো হয়নি। মহাসড়কের পাশে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে সাধারন মানুষের চলাচলে অসুবিধা করছে। উচ্ছেদ অভিযান চলমান একটি পক্রিয়া অভিযান চলবে বড় ঈদের আগ পর্যন্ত । সৌদর্য বর্ধনে উচ্ছেদ করা স্থানে ফুল ও ফলের গাছ লাগানের হবে। যাতে পুনরায় কেহ অবৈধ স্থাপনা নির্মান না করতে পারে। মহাসড়কের বাসস্ট্যান্ড থেকে শুরু করে ভালুকা বাজারের পাচঁরাস্তা মোড় নামক স্থান পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উপবিভাগীয় পরিচালক মোহাম্মদ মোফাককারুল ইসলাম, এসও মাইনুদ্দিন প্রমুখ।