জামালপুরের মেলান্দহ উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভা ২৮ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইউএনও এস.এম. আলমগীর এতে সভাপতিত্ব করেন। আইন শৃঙ্খলা সভায় প্রায় দু’শ বছর যাবৎ মাসব্যাপী বৈশাখী ওরশ মেলায় প্রকাশে গাঁজা-মদ-দেহব্যবসা বন্ধের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন-স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু,৭১’র গেরিলা আবুল হোসেন, প্রবীন সাংবাদিক তালুকদার আলমগীর আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, দিনকালের সাংবাদিক আজম খান প্রমুখ।