জাতীয় আইনগত সহায়তা দিবসে চাঁদপুরে লিগ্যাল এইডের বর্ণাঢ্য র‌্যালি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:২২ পিএম
জাতীয় আইনগত সহায়তা দিবসে চাঁদপুরে লিগ্যাল এইডের বর্ণাঢ্য র‌্যালি

‘‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’’ এই শ্লোগানে চাঁদপুর জেলায়  জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায়(২৮ এপ্রিল) চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়, যা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন চাঁদপুর  জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান,চাঁদপুরের  জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন  উদ্দিন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ,  পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম ,  চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাড. বাবর  বেপারী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম,  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ.জেড.এম রফিকুল হাসান রীপন,নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.জসিম উদ্দিন মেহেদী হাসান সহ জেলা আইনজীবী সমিতি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা।

এছাড়া আদালতে কর্মরত বিচারকগণের অধস্তন কর্মচারী, জেলা প্রশাসন, জেলা ও সদর থানা পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবীগণ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ এবং সাংবাদিক অংশগ্রহণ করে। র‌্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে লিগ্যাল এইড দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুবিধাবঞ্চিত মানুষ কীভাবে বিনামূল্যে ন্যায়বিচারের জন্য আইনগত সহায়তা পাবে, সে সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় গত এক বছরের কার্যক্রমের পরিসংখ্যান দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে