কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলমকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি এডভোকেট শাহজাহান সাজুর স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় মীর জাহাঙ্গীর আলম অধ্যক্ষ পদে যোগদানের সময় কাম্য অভিজ্ঞতা না থাকায়, ল্যাব সহকারী প্রবাসী জাকির হোসেনের বেতন-ভাতা অবৈধ ভাবে উত্তোলন করে আত্মসাৎ, কলেজের বিভিন্ন আয়-ব্যয়ের হিসাব পরিচালনা কমিটির নিকট উপস্থাপন না করতে পারায়, কলেজের গুরুত্বপূর্ণ রেকর্ড পত্র নিজের কাছে রেখে প্রশাসনিক বিঘ্ন সৃষ্টি করা ও স্বেচ্ছাচারিতা অভিযোগে জাহাঙ্গীর আলমকে অধ্যক্ষ পদ হতে স্থায়ী ভাবে বরখাস্ত করা হয়।
নোটিশে আরো উল্লেখ করা হয় অধ্যক্ষ জাহাঙ্গীরকে বিভিন্ন সময় দুর্নীতির কারণে কারণ দর্শানোর নোটিশ করা হলেও সে কারণ দর্শানোর জবাব দিতে পারে নাই। এবং তার দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাইয়ের একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটি তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে প্রথমে অস্থায়ী ভাবে বরখাস্তের নোটিশ প্রদান করা হয়। নোটিশের কোন জবাব না দেওয়ায় ৮এপ্রিল এডহক কমিটি সভাপতি এডভোকেট শাহজাহান চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। অধ্যক্ষ কারণ দর্শানোর কোন জবাব না দেয়ায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ২০এপ্রিল এডহক কমিটির সভায় সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ী বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে অধ্যক্ষ মীর জাহাঙ্গীরকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এডহক কমিটির সভাপতি এডভোকেট শাহজাহান বলেন, নিয়োগকালীন কাম্য অভিজ্ঞতা, ল্যাব সহকারীর বেতন-ভাতা উত্তোলন, কলেজ ফান্ড থেকে অবৈধ ভাবে টাকা উত্তোলন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষ মীর জাহাঙ্গীরকে স্থায়ী ভাবে বরখাস্ত করা হয়।