টাঙ্গাইলে কলেজ শিক্ষার্থীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫ পিএম
টাঙ্গাইলে কলেজ শিক্ষার্থীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আলীমের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। সোমবার সকালে কলেজের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যােগে এ কর্মসুচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন,  কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, অধ্যাপক আউয়াল, নিহতের মা আকলিমা আক্তার, শিক্ষার্থী মিদুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা দ্রুতই হত্যাকারীর বিচারের দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তরা।

মানববন্ধনে কলেজের শিক্ষক,  শিক্ষার্থী,  নিহতের পরিবারের লোকজন অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে