দৌলতপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:৪৩ পিএম
দৌলতপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় আইন সহায়তা লিগ্যাল এইড দিবস পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে দশটায় দৌলতপুর চৌকি আদালতের উদ্যোগে এ উপলক্ষে ব্যানার সহ একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা বাজার প্রদক্ষিন শেষে এক সমাবেশে মিলিত হয়। দৌলতপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহফুজ আলী খান, সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ( শাহীন), এডভোকেট শামসুল হক খান। এতে আইনজীবী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে