মোচিক সমবায় সমিতির নির্বাচনে মুন্না ও আতিয়ার নির্বাচিত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:৫১ পিএম
মোচিক সমবায় সমিতির নির্বাচনে মুন্না ও আতিয়ার নির্বাচিত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার অনুষ্টিত এ নির্বাচনে বেসরকারী ফলাফলে মাহফুজুর রহমান মুন্না সহ-সভাপতি ও আতিয়ার রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার রাশিদুল ইসলাম জানান, রোববার চিনিকলের অভ্যান্তরে ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে মাহফুজুর রহমান মুন্না আনারস প্রতিকে (২১০ ভোট) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আতিকুর রহমান চশমা প্রতিকে (১২৫ ভোট) ও মশিউর রহমান স্বপন চেয়ার প্রতিকে পেয়েছেন (১৪০ ভোট)। সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে আতিয়ার রহমান গরুর গাড়ী প্রতিকে (৩৭৬ ভোট) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আতাউল হক জেহাদ ছাতা প্রতিকে পেয়েছেন (২৯ ভোট) ও দেবাদিদেব ভট্টাচার্য্য মাছ প্রতিকে পেয়েছেন (৭৯ ভোট)।

এ নির্বাচনে ৯ টি সদস্য পদে নির্বাচিতরা হলেন, এমরান হোসেন ফুটবল প্রতিকে(৪০৬ ভোট),কামরুজ্জামান টুটুল মোমবাতী প্রতিকে (৩৮২ ভোট), জাহিদুল ইসলাম দোয়াত কলম প্রতিকে(৩৪৭ ভোট),ফাইজুর রহমান আম প্রতিকে(৩৭২ভোট),মাসুদুর রহমান উড়োজাহাজ (৩৩০ ভোট),মিলন বিশ্বাস দেওয়াল ঘড়ি(৪০০ ভোট),রফিকুল ইসলাম টেলিভিশন(৩৪৪ ভোট),সাহাদ আরী মোরগ(৩৫৯ ভোট) ও সাহার আলী বাস (৩৭০ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে