পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ,উপজেলায় জিআর প্রকল্পের নামে সরকারি চাল আত্মসাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আঃ গণি,উপজেলা দূর্নীতি পতরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ প্রমুখ।