দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ টি ইউনিয়নে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যয়। ২দিন যাবৎ উপজেলায় সূর্যের দেখা মিলেনি । তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষের কষ্টে জীবন যাপন করছেন। ঘন কুয়াশার কারণে গাড়ীগুলি হেডলাইট জালিয়ে রাস্তায় চলাচল করছে। তীব্র শীতে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের কষ্টে জীবন যাপন করছে। গতকাল সকাল ৮টায় কাহারোল উপজেলার আমতলা মোড়ে কৃষি শ্রমিকেরা কাজ না পেয়ে বাড়ী ফিরে যাচ্ছে। জানতে চাইলে কৃষি শ্রমিক পাহাড়পুর গ্রামের রবীন্দ্র বলেন, ঘন কুয়াশার কারণে জমিতে ধান শুকাচ্ছে না তাই কৃষকেরা কৃষি শ্রমিক নিচ্ছে না। উপজেলার মহেশপুর গ্রামের অতুল চন্দ্র রায় বলেন, শীতে কাহিল হয়ে গেছি। শীত বস্ত্র নাই। চেয়ারম্যান, মেম্বারদেরকে বললেও তারা বলে আমাদের কাছে নেই। শীতের কারণে ২দিন যাবৎ কাজ করতে পারি নাই। কষ্ট নিয়ে দিন কাটাতে হচ্ছে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা যেসকল শীতবস্ত্র পেয়েছি তা বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে অনেক সংস্থা উপজেলার নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমুল লোকজনকে কম্বল বিতরণ করেছেন। আমি প্রশাসনের পক্ষ থেকে আরোও শীত বস্ত্রের জন্য উধ্বর্তন কর্তপক্ষকে জানানো হয়েছে। তিনি আরোও বলেন, এলাকার বিত্তবানদের শীত বস্ত্র বিতরণের জন্য আহব্বান জানান।