ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যা করা কৃষকের পরিবারকে সহায়তা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:১৮ পিএম
ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যা করা কৃষকের পরিবারকে সহায়তা

রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যা করা সেই পেঁয়াজ চাষী কৃষক মীর রুহুল আমিনের পরিবারকে অর্থ সহায়তা করেন কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান। সোমবার (২৮ এপ্রিল) মীর রুহুল আমীনের স্ত্রী মরিয়ম বেগমের হাতে নগদ ২০ হাজার টাকা  সহায়তা  প্রদান করেন তিনি। এর আগে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তার পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেন।

এই সময় কৃষি অফিসারের সাথে ছিলেন বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়া। 

উল্লেখ্য, ১৪ এপ্রিল বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে পেঁয়াজে লোকশান দেখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন রুহুল আমিন (৬০)।