ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপর উদ্দেশ্যমূলক ভাবে দায় চাপানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল ১০টায় বটতলা বাজারে ৮নং দাওগাও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দাওগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইয়াহিয়া, যুবনেতা তাহের প্রমুখ।
ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ বলেন, বর্তমানে কিছু আওয়ামী কুচক্রী মহল বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে ও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। দাওগাঁও ইউনিয়ন বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা চলছে। যে বা যারাই এ কাজ করে থাকুক না কেন তাদের ধরে সঠিক শাস্তি প্রদানের দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ভোরে দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে অগ্নিকান্ডে ৪টি বসতঘরসহ ৬টি ঘর পুড়ে যায়। পুড়ে যাওয়া ঘটনাটি নিয়ে একটি মহল বিএনপি’র দায় চাপানোর চেষ্টা করছে বলে মানববন্ধনে বক্তারা বলেন।