পাবনার সাঁথিয়া উপজেলাধীন করমজা চতুর বাজার ইছামতি বিচিত্রা বিতান বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির নিবাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ভোটাররা কোন প্রকার বাধা ছারাই তার মনোনিত প্রার্থীকে শান্তিপূণ পরিবেশে ভোট প্রয়োগ করেন। নির্বাচন পরিদর্শন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও সাঁথিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান।
নিবাচনে সভাপতি পদে সেলিম সরদার ছাতা, আনোয়ার হোসেন মরহম চেয়ার প্রতিক ও সাধারণ সম্পাদক পদে ময়দুল মল্লিক হারিকেন, শাহিনুর রহমান মাছ, সোহেল রানা মই প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। এতে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে আনোয়ার হোসেন মরহম ও ছাতা প্রতীক নিয়ে সেলিম সরদার প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে আনোয়ার হোসেন মরহম ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম সরদার ১৪৬ ভোট পান।
মাছ প্রতিক নিয়ে ১৮৪ টি ভোট পেয়ে শাহিনুর রহমান সাধারণ সমপাদক নির্বাচিত হন,তার নিকটতম প্রতিদ্বন্দি সোহেল রানা ৮১ ভোট পান। সহ-সভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীকে বিনা প্রতিদ্বন্দিতায় আনোয়ার হোসেন মুনু নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় কার্যকারি সদস্য পদে দেলোয়ার হোসেন,এরশাদ আলী ও দুলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্যঃ করমজা চতুর বাজার ইছামতি বিচিত্রা বিতান বণিক সমিতির লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৫২ জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাঃ আলমগীর কবির।