সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ এএম
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের ইমান আলী মৌলভীর বাড়ীতে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যূগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধূরী ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আজ অনেকটা অসহায় হয়ে পড়েছে। আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে  পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি। তিনি সরকার এবং এলাকার বিত্তবানদেরকে ক্ষতিগ্রস্ত  পরিবারগুলোরকে পুনর্বাসনে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মোরসালিন, কৃষকদল চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি বদিউল আলম বদরুল, রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসন আলী, সহ সভাপতি মহসিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে