কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে তিনজনকে জরিমানা

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০২:১৬ পিএম
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে তিনজনকে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গণেশ্বরী নদী থেকে অ'বৈ'ধ'ভা'বে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। দ'ণ্ড'প্রা'প্ত'রা হলেন:

১. মো. আব্দুল কাদির মড়ল ২. মো. নজরুল ইসলাম,৩. আবুল হাসিম

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, “গণেশ্বরী নদী থেকে ড্রেজার বা যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলন সম্পূর্ণ নি'ষি'দ্ধ। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অ'ভি'যা'ন নিয়মিতভাবে পরিচালিত হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে