রাজিবপুরে ২ গাজাঁ ব্যবসায়ীকে দন্ড

এফএনএস (আতাউর রহমান, চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০২:২৯ পিএম
রাজিবপুরে ২ গাজাঁ ব্যবসায়ীকে দন্ড

 কুড়িগ্রামের চর রাজিবপুরে মাদক বিরোধী অভিযানে গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে  আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ৬ মাস অপর জনকে ৩ মাসের  কারাদন্ড  দেওয়া হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে  চর রাজিবপুর উপজেলার  বিভিন্ন মাদকপ্রবণ  এলাকায় অভিযান চালান  উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্র্প্তা ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহাী। এ সময় তার কাজে সহযোগিতা করেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ  আমিনুর ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।

অভিযানে বালিয়ামারী সর্দারপাড়া (সান্দারপাড়া) মাদক ব্যবসায়ী আজাহার আলীি (৩২)কে গাজাঁসহ আটক ক র্ে।সে উক্ত গ্রামের ইনসান আলীর পুত্র।  এ সময়ে ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের কারাদন্ড  ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

 অপরদিকে বালিয়ামারী ব্যাপারী পাড়া গ্রামে অভিযান চালিয়ে  আব্দুল আজিজের ছেলে মাহবুবুর রহমান (৩০) কে গাজাসহ আটক করে। ভ্রাম্যমান আদালতে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

 এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম জানান, তাদের  নামে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে