কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০২:৫৭ পিএম
কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ব্রাক কর্তৃক কুইজ প্রতিযোগিতা আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী পালন করা হয়।

মঙলবার (২৯ শে এপ্রিল) দুপুরে কলমাকান্দা ব্রাক অফিসে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন নেত্রকোনা জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, সভাপতিত্ব করেন জামাল উদ্দিন এলাকা ব্যবস্থাপক (দাবী), সার্বিক সহযোগিতা করেন কলমাকান্দা ব্রাক অফিসার (সেল্প) চামেলী খাতুন, আরও উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার সেল্প প্রশান্ত কুমার দে , এলাকা ব্যবস্থাপক প্রগতি সহকারী নেদার উদ্দিনসহ ব্রাকের অনেকেই। আইনের সেবা সম্পর্কে মানুষের আস্তা বাড়াতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে