সিংড়ায় পৌরসভার যানবাহনের লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:১৫ পিএম
সিংড়ায় পৌরসভার যানবাহনের লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন

নাটোরের সিংড়ায় সেবার মান বৃদ্ধি করণে পৌরসভায় চলাচলরত মিশুক, রিক্সা, ভ্যান ও ইজি বাইক যানবাহনের লাইসেন্স কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় পৌরসভা চত্বর এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। 

অনুষ্ঠানে ইউএনও ও পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, প্রধান সহকারী জিল্লুর রহমান প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে