পথরোধ করে জোরপূর্বক টাকা আদায় করছে বেদে নারীরা

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫০ পিএম
পথরোধ করে জোরপূর্বক টাকা আদায় করছে বেদে নারীরা

পথচারীদের পথরোধ করে জোরপূর্বক টাকা আদায় করছে বেদে সমপ্রদায়ের নারীরা,টাকা না দিলে জামা-কাপড় টেনেও ধরছে। আবার দশ টাকা চেয়েও একশো টাকার কেড়ে নিচ্ছে। এমনকি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। 

গত সোমবার দিনভর শহরে পথসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে খুব ক্ষোভ প্রকাশ করছেন স’ানীয় লোকজন। 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রেসক্লাব মোড় হতে কালিবাড়ি মোড় সড়কে পথচারীদের পথরোধ করে টাকা আদায় করছে সমপ্রদায়ের একাধিক নারী। এ সময় টাকা না দিতে চাইলে জামা-কাপড় টেনে ধরছে নিরুপায় হয়ে কেউ কেউ টাকা দিয়ে অবাক হয়ে ভাবছেন কি ঘটলো এটা ?

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে প্রায় দেখা মিলছে বেদে নারীদের। তারা পথচারীদের পথরোধ করে টাকা দাবি করছে। টাকা না দিলে পথচারীদের সঙ্গে খারাপ আচরণ করে এবং জোর করে টাকা আদায় করে। 

ভুক্তভোগীসহ একাধিক ব্যক্তি বলেন, প্রথমে দশ টাকা চেয়েছে। খুচরা না থাকায় ১০০ টাকা দিয়ে ১০ টাকা রাখতে বললে সব নিয়া চলে যায়। কেউ কেউ দমক দিলেও দৌড়ে চলে যায়। কিছু বলাও যায় না  খারাপ আচরণ করে গায়ে হাত দেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদুল হাসান বলেন, আমরা খোঁজ-খবর নিচ্ছি। তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। 

এ ব্যাপারে নির্বাহী অফিসার(ইউএনও)নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বিষয়টি জেনেছি। থানা পুলিশকে গুরুত্বসহকারে দেখার জন্য বলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে