দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে শীতার্ত পরিবারের মাঝে নিজ উদ্যোগে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এসব শীত বস্ত্র পেয়ে খুশি হবে সীমান্তের অসহায় মানুষেরা। মঙ্গলবার রাতে উপজেলার চারমাথা শফি উদ্দিন মন্ডল মার্কেটে নিজস্ব অফিসে এসব শীত বস্ত্র বিতরণের জন্য দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রভাষক শাহিনুর ইসলাম শাহিন। এসময় সীমান্তবর্তী উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দলীয় নেতাকর্মীদের হাতে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণের জন্য তুলে দেন। প্রভাষক শাহিনুর ইসলাম শাহিন বলেন, হিলিতে কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়েছে। তাই অসহায় মানুষ গুলোর শীত নিবারনে সামান্য চেষ্টা। প্রতি বছরের ন্যায় এবারো ব্যক্তিগত উদ্যােগে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় দেড় হাজার কম্বল বিতরণের জন্য দলীয় নেতাকর্মীদের তুলে দিলাম। এর মধ্য দিয়ে এ বছরের কার্যক্রম শুরু করেছি। পুরো শীতকাল এই ধারা অব্যহৃত থাকবে ইনশাআল্লাহ!পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি।