কুমারখালীতে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া)
| আপডেট: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:২৩ পিএম | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:১৯ পিএম
কুমারখালীতে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মার চরে এই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম জহুরুল ইসলাম (৪৫)। তিনি একই গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে।

নিহতের ভাতিজা আনোয়ার কবির বকুল জানান,সকালে শ্রমিকদের নিয়ে ধান কাটতে বাড়ি থেকে পদ্মার ধারে অবস্থিত নিজ জমিতে যান জহুরুল। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বেলা ১২টার দিকে বিরূপ আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাঠে পড়ে যান। এ সময় অন্যান্য কৃষকরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, দুর্ঘটনাস্থলে জহুরুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে