শেরপুরে ভারতীয় রুপিসহ আটক ২

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:৫১ পিএম
শেরপুরে ভারতীয় রুপিসহ আটক ২

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় রুপিসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র রামচন্দ্রকুড়া বিওপি’র সদস্যরা উপজেলার সীমান্তবর্তী কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১ হাজার ৭৯০ রুপিসহ তাদেরকে আটক করে।

আটককরা হলেন, ময়মনসিংহের পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৩) ও কুমিল্লার চান্দিনা আড়ং এলাকার আব্দুল জলিলের ছেলে মোবারক হোসেন (৩৬)।

বিজিবি জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকোনা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১ হাজার ৭৯০ রুপিসহ ওমর ফারুক ও মোবারক হোসেনকে আটক করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে