মেলান্দহ উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৯ পিএম
মেলান্দহ উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গ্রেপ্তারকৃত কামরুজ্জামান থেকেই আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-তাকে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। ৩০ এপ্রিল দুপুর ২টার  দিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জামালপুর কাচারিপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মেলান্দহ থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে। গ্রেপ্তারের পরপরই আইনী প্রক্রিয়া শেষে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। ইঞ্জিনিয়ার কামরুজ্জামান আ’লীগ মনোনীত নৌকা মার্কা প্রতিক নিয়ে ২০১৯ সালে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে