দিনাজপুরের নবাবগঞ্জে দার্জিলিং কমলা উৎপাদনের ফলাফল নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে তাদের উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারন ও বাজার জাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর নামক স্থানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ কবীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মাঠ দিবসে দার্জিলিং কমলা উৎপাদনের ফলাফল নিয়ে উপস্থিত কৃষকদের অবহিত করা হয়। এ সময় গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আ ন ম খালিদ সরকার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মাহফুজ আলম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মামনুর রশীদ, কৃষক মাহমুদুন্নবী স্বাধীন প্রমুখ উপস্থিত ছিলেন।