বাবুগঞ্জে ঠিকাদারের অপচেষ্টা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০২:৫৬ পিএম
বাবুগঞ্জে ঠিকাদারের অপচেষ্টা

বরিশালের বাবুগঞ্জের বাহেরচর ঘোষকাঠি এলাকা নদী ভাঙ্গনের  হাত থেকে রক্ষাকল্পে সরকারিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে বাহেরচর ঘোষ কাঠি এলাকার সন্ধ্যা নদীর তীরবর্তী ২৬ নং উত্তর বাহেরচর  সরকারি প্রাথমিক বিদ্যালয়,মসজিদ, মাদ্রাসা এবং পাঁচ শতাধিক পরিবারের বসতী নদী ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। এসব এলাকা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় একটি প্রকল্প হাতে নিয়েছে পানিউন্নয়ন বোর্ড।  আর কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় মাহবুব হাওলাদার নামে এক ব্যক্তিকে দেয়া হয়।  


কিন্তু ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ তিনি নির্ধারিত নদী ভাঙ্গন  ঝুঁকিপূর্ণ এলাকা বাদ দিয়ে ব্যক্তি স্বার্থে নিজের বাড়ি রক্ষায় বরাদ্দকৃত জিও ব্যাগ  নদীতে ফেলার চেষ্টা করেন।  যা ব্যাপক অনিয়ম এর মধ্যে পড়ে।  বিষয়টি স্থানীয়দের নজরে আসলে স্থানীয়রা এর প্রতিবাদ করেন এবং যথাস্থানে ভাঙ্গন প্রতিরোধে প্রকল্প বাস্তবায়নের অনুরোধ করেন।  


এ বিষয়ে স্থানীয়রা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বরিশাল জেলা প্রশাসক বরাবরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  তারা দাবি করছেন সরকারি বরাদ্দের ভাঙ্গন  প্রতিরোধের প্রকল্পটি যথাস্থানে সঠিকভাবে যেন বাস্তবায়িত হয়।  


এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে তদন্তপূর্বক যথা স্থানে ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়িত হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে