পটুাখালীর বাউফলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাউফল উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। বাউফল উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশেনের সভাপতি রেদোয়ান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদ। আজ (১লা মে) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশন বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালীটি বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বর্তমান সরকারের কাছে শ্রমিকদের ন্যায্য মজুরী ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দাবি করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মু. মশিউর রহমান, বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও. মোঃ ইছাহাক,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশেন বাউফল উপজেলার উপদেষ্টা মাও.মোঃ রফিকুল ইসলাম,মাও.অধ্যক্ষ আবদুদ দাইয়ান,এটিএম নজরুল ইসলাম প্রমুখ।