পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও গোপালপুর মাইক্রোচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠন এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল ৯টায় গোপালপুর সুগার মিলস্ গেট থেকে শুরু হয়ে গোপালপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখচাষী নেতা আনসার আলী দুলাল, আসলাম হোসেন প্রমুখ। এসময় নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও লালপুরের গোপালপুর মাইক্রো চালক সমিতির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। গোপালপুর মাইক্রো চালক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুক্তার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান চান্দু, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন প্রমুখ। এসময় মাইক্রো চালক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। বাদ জোহর দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। এ উপলক্ষে লালপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।