পাবনার ভাঙ্গুড়ায় রেললাইন সংলগ্ন গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে গিয়ে ট্রেনের ধাক্কায় রুপা খাতুন (৪৮) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ( ১ মে ) সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের বড়ালব্রিজ রেলস্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।তিন সন্তানের জননী ওই গৃহবধূ ভাঙ্গুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেলপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেললাইন সংলগ্ন গাছ থেকে সজনে ডাঁটা পাড়ছিলেন রুপা। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মো. দুলাল হোসেন আমার দেশকে জানান, কোন অভিযোগ না থাকায় স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।