মতলবে দোকানে অভিযান চালিয়ে ৬ লক্ষ মিটার জাল ও ৪শ' টি চায়না দুয়ারী চাই আটক

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০৮:১০ পিএম
মতলবে দোকানে অভিযান চালিয়ে ৬ লক্ষ মিটার জাল ও ৪শ' টি চায়না দুয়ারী চাই আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা অবৈধ জাল ও চায়না দুয়ারী চাই একটি বড় চালান আটক করা হয়েছে। 



বৃহস্পতিবার(১মে-২০২৫) দুপুর ০১:৩০ থেকে বিকাল ০৫:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। 



অভিযানে ৩ লক্ষ মি. কারেন্ট জাল,৩ লক্ষ মি. মশারী জাল ও ৪শ' টি চায়না দুয়ারী বা রিং চাই আটক করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়



এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, আব্দুল কাইয়ুম, কন্টিনজেন্ট কমান্ডার, মোহনপুর আউটপোস্ট, বাংলাদেশ কোস্টগার্ড।




সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,অভিযানে ৩ লক্ষ মি. কারেন্ট জাল,৩ লক্ষ মি. মশারী জাল ও ৪শ' টি চায়না দুয়ারী বা রিং চাই জব্দ করা হয়েছে । জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছ ধরার কাজে অবৈধ সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



উল্লেখ্য দু'মাস নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার (১ মে-২০২৫) জেলেরা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন। মার্চ -এপ্রিল দু'মাস  মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। এ ছাড়া মেঘনায় অবৈধ জালের ব্যবহারও নিষিদ্ধ থাকছে।

আপনার জেলার সংবাদ পড়তে