ডুমুরিয়ার থুকড়া মোহনা আদর্শ সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৩:৩৪ পিএম
ডুমুরিয়ার থুকড়া মোহনা আদর্শ সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ার থুকড়ায় মোহনা আদর্শ যুব উন্নয়ন সমবায় লি: এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে থুকড়া বাজার টোল ঘরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহনা আদর্শ যুব উন্নয়ন সমবায় লিঃ সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী। সভায় বক্তব্যদেন স,ম আলাউদ্দিন, তারক চন্দ্র কিতুনীয়া, জি,এম, হোসেন আলী, রমেশ চন্দ্র বিশ্বাস, মোল্লা নিজাম উদ্দিন,নাজমা খাতুন। সভায় বক্তারা বলেন, অবৈধভাবে দখলকৃত সকল ঘর ও সাবেক কমিটি কর্তৃক  আত্মসাৎকৃত সমুদয় অর্থ উদ্ধারকরনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।সমিতির সাবেক সভাপতি গাজী মোনায়েম বলেন,পূর্বের কোন দুর্নীতির প্রমাণ এমনকি আমার কাছে কোন টাকা পেতে গেলে আমি সাথে সাথে সেই টাকা দিয়ে দেব।

আপনার জেলার সংবাদ পড়তে