বাঘার যুবকের ভেকুর ধাক্কায় মালোয়েশিয়ায় মৃত্যু

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৩:৫৯ পিএম
বাঘার যুবকের ভেকুর ধাক্কায় মালোয়েশিয়ায় মৃত্যু

পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য ঋণ করে মালোয়েশিয়ায় গিয়েছিলেন শাহ আলম চঞ্চল (২৫) নামের এক যুবক। স্বজনেরা সুখের আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু একটি দুর্ঘটনা তাঁর জীবনে কাল হয়ে দাঁড়ায়। সেখানে ভেকু মেশিনের ধাক্কায় প্রাণ হারান শাহ আলম চঞ্চল। 

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা। শাহ আলম চঞ্চল রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শাহ আলম চঞ্চলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো ভাই ফয়সার আহম্মেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ আলম চঞ্চল দুই বছর আগে শ্রমিকের ভিসা নিয়ে মালোয়েশিয়ায় যান। সেখানে একটি কোম্পানিতে ভেকু মেশিন চালকের সহকারী (হেল্পার) হিসেবে কাজ করেন।  দুই বছর  পরিশ্রম করে  ঋণ ও বিভিন্ন আত্মীয়দের কাছে থেকে ধার নেওয়া কিছুটা শোধও করেন। আশার মুখ দেখছিলেন পরিবার। এর মাঝেই প্রবাসে লাশ হতে হলো শাহ আলম চঞ্চলকে।

এ বিষয়ে শাহ আলম চঞ্চলের মা সাথী বেগম ছেলের মৃত্যুর খবর শুনে অঝোরে কেঁদে চলেছেন। কথা বলার মতো অবস্থায় নেই তার। বারবার মূর্ছা যাচ্ছিলেন। মা কোন কথা বলতে পারছেনা। 

শাহ আলম চঞ্চলের পিতা রফিকুল ইসলাম বলেন, মৃত্যুর আগের দিন রাতে ছেলে কথা বলেছে। সুস্থ্য থাকার জন্য সবাইকে দোয়া করতে বলেন। এরপর আর কথা আর কথা হয়নি ছেলের সাথে। আমি খুব গরিব মানুষ। ছেলের মরদেহ যেনো খুব তাড়াতাড়ি দেশে আনা যায়, এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে