বাঘায় আদিবাসীদের শিব মন্দিরে রাতের আধারে আগুন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৪:০১ পিএম
বাঘায় আদিবাসীদের শিব মন্দিরে রাতের আধারে আগুন

রাজশাহীর বাঘায় আদিবাসীদের সর্বজনীন শিব মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার বলিহার গ্রামে সর্বজনীন শিব মন্দিরে এই আগুন দেয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, চারঘাট সার্কেলের এএসপি আবদুল খালিদ, বাঘা থানা ওসি আ.ফ.ম আসাদ্দুজ্জামান, উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতা অশিত কুমার বাকু পান্ডে, অপুর্ব কুমার সাহা, উপজেলা বিএনপির আহবয়ক ফকরুল ইসলাম বাবলু,  বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলম। 

এ বিষয়ে বলিহার গ্রামে সর্বজনীন শিব মন্দিরের সভাপতি সত্যেন্দ্রনাথ মল্লিক বলেন, এখানে ৭৯ শতাংশ খাস জমি রয়েছে। এরমধ্যে ১৫ জন আদিবাসী পরিবারের নামে সাড়ে ৬৭ শতাংশ জমি বরাদ্দ দিয়ে গুচ্ছগ্রাম নির্মান করা হয়। দুই শতাংশ জমির উপর মন্দির স্থাপন করা হয়। অবশিষ্ট জমি স্থানীয় নুর মোহাম্মদের দখলে রয়েছে। তবে রাতের আধারে কে-বা কারা আগুন দেয়। এ সময় প্রতিবেশি কবিতা রানী টের পেলে তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করা হয়।

অপর দিকে নুর মোহাম্মদ সরকারের নাতী বাবু সরকার বলেন, আমার দাদা নুর মোহাম্মদ সরকারের নামে ১৯৬৮ সালে ৯৯ বছরের জন্য তৎকালিন জেলা প্রশাসক লিজ দেন। পরে কিছু জমির উপর সরকারিভাবে গুচ্ছ গ্রাম স্থাপন করা হয়। এ বিষয়ে আদালতে একটি মামলা করা হয়েছে। রাতের আধারে কে-বা কারা মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিও কর্র্তৃপক্ষকে আইনী ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদ্দুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে