সৈয়দপুরে বিমান বাংলাদেশ চালু করলো শাটল বাস সার্ভিস

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৪:০৫ পিএম
সৈয়দপুরে বিমান বাংলাদেশ চালু করলো শাটল বাস সার্ভিস

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে চালু করা হল শাটল বাস সার্ভিস। যাত্রী সেবার মান বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যানবাহন বিভাগ দুটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর শাটল বাস সার্ভিস চালু করে। এর ফলে বিমান যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দরে আসা-যাওয়া করতে সুবিধা পাবেন।

বাংলাদেশ বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক আব্দুল লতিফ মন্ডল জানান,১ মে থেকে সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর ও দিনাজপুর রুটে বর্হিগামী ও আগমনী ফ্লাইটের ক্ষেত্রে ফ্রি শাটল বাস সার্ভিস সুবিধা উপভোগ করতে পারবেন। দিনাজপুরের মতিয়ার রহমান পাম্প ও রংপুরের পর্যটন মোড় থেকে যাত্রী সেবা দেবে বাস দুটি।

বাস দুটিতে আরামদায়ক আসন ব্যবস্থা ও সুপরিসর লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে। এছাড়াও বাস দুটিতে ভ্রমণের সময় যাত্রীরা ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ওই বাসে শুধুমাত্র বিমান বাংলাদেশের যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে