রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন আহবায়ক কমিটির আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। (১লা মে) বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পবে বেলা ৩টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনার প্রাঙ্গন আলোচনা সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু , বিষেশ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম বারী রাজ, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাদিবুজ্জামান শাহিন, রংপুর বিভাগীয় শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, রংপুর মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।