মহান মে দিবস-২০২৫ উপলক্ষে ব্যাটারী চালিত ইজি বাইক (অটো রিক্সা) জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসুচী পালন করা হয় ।
দিবসটি উপলক্ষে দুপুরে কলেজ রোডস্থ কার্যালয় থেকে ব্যাটারী চালিত ইজি বাইক (অটো রিক্সা) জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্যাটারী চালিত ইজি বাইক (অটো রিক্সা) জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সহ-সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন, সহ-সাধারণ সম্পাদক শামিম মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক শফি, সদস্য সুলতান মাহামুদ, আনিছ, আখতার ও শাহিনুরসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।