রংপুর জেলা ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৯ এএম
রংপুর জেলা ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

রংপুর জেলা ট্রাক,কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক সমিতির ( ত্রি- বার্ষিক মেয়াদ) নব নির্বাচিত কমিটির কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

 (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর জেলা মালিক সমিতির কার্যালয় হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান। 

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রংপুর জেলা মটর মালিক সমিতির সাবেক কোষাধক্ষ ও  আহবায়ক কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান। শপথ গ্রহন করেন রংপুর জেলা ট্রাক,কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক সমিতির নব নির্বাচিত কমিটির  সভাপতি মোঃ খতিবার রহমান,  সহ সভাপতি এস.এম জুবায়ের (বাচ্চু), সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক,  সহ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,  কোষাধক্ষ মোঃ আবুল কালাম,  সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক ( সর্দার),  সড়ক সম্পাদক মোঃ রায়হান আলী  (গোলাপ),  মুহাঃ গাজী সুলতান সালাহউদ্দিন (রিপন), দপ্তর সম্পাদক মোঃ ছাদেকুল ইসলাম,  প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন (মানিক),  কার্যনির্বাহী  সদস্য  মোঃ মাহাবুল ইসলাম,  মোঃ হানিফুজ্জামান (বর্ষণ),  আরিফুজ্জামন আরিফ।


আপনার জেলার সংবাদ পড়তে