পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন,যারা তারেক রহমানের কথা শুনবে না,তারা বিএনপি করতে পারবে না। বিএনপিকে শেষ করতে চেয়েছিল আওয়ামী লীগ। আজ দেশ থেকেই আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেছে। এখন আবার নতুন করে বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। তাদের বলতে চাই,যারা বিএনপিকে মাইনাস করতে যাবেন তারা দেশের রাজনীতি থেকেই হারিয়ে যাবেন।
শুক্রবার (২ মে) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা শ্রমিকদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটমোহর রেলবাজার অমৃতকুন্ডা হাট প্রাঙ্গনে কেক কাটা,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া,ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাকিম,আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ারুল আলম,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা,এটিএন বাংলার শিল্পী শান্তি আক্তার, এশিয়ান টিভির শিল্পী মীম,লালন শিল্পী মায়া রানীসহ অন্যরা।