ধান নিয়ে বিরোধ : ভাইয়ের হামলায় বোন আহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০২:১৩ পিএম
ধান নিয়ে বিরোধ : ভাইয়ের হামলায় বোন আহত

জমির ধান নিয়ে বিরোধের জেরধরে আপন ভাইয়ের হামলায় তার বোন সালমা পারভীন (৫২) গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের।

সুন্দরদী গ্রামের জামাল সিকদারের স্ত্রী হামলার শিকার সালমা পারভীন অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর পর পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা করা হয়। এতে তিনি প্রায় একশ’ শতক কৃষি জমির মালিক হন। ওই জমি তার বড় ভাই হারুন-অর রশিদের কাছে লিজ দেওয়া হয়। তিনি আরও জানান, তার ভাই গত ১০ বছর যাবত লিজের টাকা প্রদান করেননি। চলতি বোরো মৌসুমে তার (সালমা) জমিতে বোরো ধান রোপন করেন হারুন। শনিবার দুপুরে ওই জমির পাকা ধান কাটা হলে সালমা পারভীন তার অংশের ধানের দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাই হারুন ও তার স্ত্রী পপি বেগম হামলা চালিয়ে সালমা পারভীনকে বেধম মারধর করেন। হামলার বিষয়ে অভিযুক্ত হারুন-অর রশিদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।