রাজশাহী নগরীতে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মহানগর যুবদল। রোববার (৪ এপ্রিল) সকালে রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়া এবং বিভিন্ন এলাকায় ডোবা, নালা ও ড্রেন অপরিচ্ছন্ন হয়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে নগর যুবদল। কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে নগরীর লক্ষ্মীপুর টিবি হাসপাতাল এলাকায় একটি পুকুর থেকে আবর্জনা অপসারণ করা হয়। যুবদলের নেতাকর্মীরা জানান, ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন- সমাজসেবী ফৌজিয়া আবিদা জেসী, নগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক, শামীম ইসলাম প্রমুখ।