বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৪:২০ এএম
বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারীকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। জামালপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা গোয়েন্দা শাখা ডিবি২ এর বিশেষ অভিযানে রৌমারী-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে জাতীয় পার্টি অফিস সংলগ্ন চরকাউরিয়া সীমারপাড় এলাকা থেকে ৭০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারী কে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আটকৃতরা পৌরশহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মৃত লাল মিয়ার পুত্র রুবেল মিয়া (৩২) ও বকশীগঞ্জ উত্তর বাজার গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র বিপ্লব মিয়া (২৮)। জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি- ২) এর অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে