রাজশাহীর বাঘায় গাছের নিচে চাপা পড়ে ফাইমা বেগম (৫০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বিকাল ৪টার দিকে আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী।
জানা গেছে, গৃহবধু নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল। এ সময় প্রচন্ড বেগে ঝড় হচ্চিল। বাড়ির ওঠানে বিশাল একটি নারকেল গাছ ভেঙ্গে তার শরীরের উপর পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন গৃহবধুর স্বামী সাবাজ আলী।
সাবাজ আলী ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করে। তার ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।