লুক্সেমবার্গে আজিজ খান ও পরিবারের বিনিয়োগে আদালতের অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৭:৩৬ পিএম
লুক্সেমবার্গে আজিজ খান ও পরিবারের বিনিয়োগে আদালতের অবরোধ

লুক্সেমবার্গে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ৫৬ কোটি টাকার বিদেশি বিনিয়োগ (শেয়ার) অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৪ মে) এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সামিট গ্রুপ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং অপরাধমূলক উপায়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত চলমান রয়েছে। সেই তদন্তে লুক্সেমবার্গে ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো মূল্যমানের বিদেশি শেয়ারের অস্তিত্ব পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৬ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা।

 দুদকের মতে, এই সম্পদ অবৈধভাবে অর্জিত হতে পারে এবং তদন্ত সুষ্ঠু রাখতে এগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

শেয়ারের প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৯১ ইউরো, যা লুক্সেমবার্গে স্থাপিত একটি প্রতিষ্ঠানে আজিজ খান এবং তার স্বার্থসংশ্লিষ্ট পরিবারের সদস্যদের নামে রয়েছে।

এর আগেও সামিট গ্রুপের বিরুদ্ধে কয়েক দফা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

৯ মার্চ আদালতের নির্দেশে ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এসব হিসাবে মোট অর্থ ছিল ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা।

১১ মার্চ জব্দ করা হয় ৫৪ কাঠা জমি, যার দলিল মূল্য দেখানো হয়েছিল ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা, তবে প্রকৃত বাজারমূল্য প্রায় ৯ কোটি ৭০ লাখ টাকা বলে দাবি করে দুদক।

আরও আগে, ৭ অক্টোবর, আজিজ খানসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়।

সামিট গ্রুপের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপগুলো দেশের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের সক্রিয় ভূমিকারই প্রতিফলন। আদালতের এই সাম্প্রতিক আদেশ দেশে বিদেশি বিনিয়োগ ও করপোরেট স্বচ্ছতা সংক্রান্ত আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে